সিলেটের স্বেচ্ছাসেবী সংগঠন সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় নগরীর ঘাসিটুলা আল কোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের প্রতিষ্ঠাতা ও এডমিন মুক্তার হোসেন মান্না বলেন, ‘কর্মে করবো মানবতার জয়’-এই স্লোগানকে ধারণ করে ২০১৭ সালের ১৪ এপ্রিল থেকে সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন বিভিন্ন সামাজিক ও মৌসুমি মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তীব্র শীতের এই সময়ে অসহায় ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আরামদায়ক শীতের পোশাক উপহার দেওয়া হয়েছে। তিনি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল কোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারি লায়েক আহমদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যকরী সদস্য আবু সাঈদ মো. ইব্রাহিম, যুব সংগঠক ও সমাজকর্মী আশরাফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন ও মো. জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা এডমিন মুহিবুর রহমান সোয়েব, মুক্তার হোসেন মান্না ও রবিউল ইসলাম রবি প্রমুখ।