× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়া কোর্টে দোয়া মাহফিল

আরিফ খন্দকার কুষ্টিয়া

০৮ জানুয়ারি ২০২৬, ১৬:২৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখা এবং জিপিশীপ ও পিপিশীপ-এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার কুষ্টিয়া আইনজীবী সমিতির হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপুর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট বুলবুল আহমেদ লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জিপি এ্যাড. মাহাতাব উদ্দিন, পিপি এ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম, নারী ও শিশু কোর্টের পিপি এ্যাড. আব্দুল মজিদ, দুদক পিপি আব্দুল মান্নাফ। এছাড়াও বক্তব্য রাখেন, সিনিয়র এ্যাড. খাদেমুল, এ্যাড. আব্দুল ওয়াদুদ, এ্যাড হাফিজুল ইসলাম মুনীর প্রমুখ।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন এদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর আপসহীন নেতৃত্ব জাতি কখনো ভুলবে না। আমরা মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর আদর্শে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও গণতন্ত্র রক্ষার শপথ নিচ্ছি।”  আলোচনা সভা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে আইনজীবী ফোরামের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক আইনজীবী অংশগ্রহণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.