ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জয়পুরহাট জেলার শিক্ষার্থীদের সংগঠন জয়পুরহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন–এর আগামী এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রমে গতি আনা এবং শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।
অনুমোদিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজ আলম অনিক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রওনক মাহমুদ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নতুন নেতৃত্বকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মো. মাহফুজ আলম অনিক ২০১৮ সালে জয়পুরহাট জেলার রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২০ সালে জয়পুরহাট সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যয়নরত এবং কবি জসীমউদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী।
অন্যদিকে, সাধারণ সম্পাদক রওনক মাহমুদ ২০১৮ সালে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল থেকে এইচএসসি সম্পন্ন করেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগে অধ্যয়নরত এবং হাজী মুহাম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী।
সংগঠনের পক্ষ থেকে নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলা হয়, মাহফুজ–রওনকের নেতৃত্বে জয়পুরহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখবে। উল্লেখ্য, এই আংশিক কমিটির অনুমোদনে স্বাক্ষর করেন শাফিউল ইসলাম ও তৌফিক এলাহী।