× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এলএসটিডি প্রকল্পের অর্থায়নে মাটিরাঙ্গায় কৃষকদের মাঝে ধান চাষের উপকরণ বিতরণ

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

০৮ জানুয়ারি ২০২৬, ১৬:৩৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নতুন ৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে মাটিরাঙ্গায় কৃষকদের মাঝে ধান চাষের উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়নের লক্ষ্যে এ উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কার্যক্রমটি বাস্তবায়ন করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, খাগড়াছড়ি। এতে সহযোগিতা করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, খাগড়াছড়ির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জাকারিয়া ইবনে বাকি, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নুর, মাটিরাঙ্গা উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবাশীষ চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। 

বৈজ্ঞানিক কর্মকর্তা মীর ওবায়দুর রহমান শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী।  এ সময়, ৬ জন নির্বাচিত কৃষকের মাঝে ইউরিয়া, এমওপি, ডিএপি, জিপসাম, জিংক সালফেট, কীটনাশক, ছত্রাকনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ এবং সাইনবোর্ড বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত সকল ধানের জাতই কৃষকদের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এবঙ উচ্চ ফলনশীল ও আধুনিক প্রযুক্তিনির্ভর জাত। সঠিক সময় ও নিয়ম মেনে রোপণ এবং প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করা গেলে কৃষকরা উল্লেখযোগ্যভাবে ভালো ফলন পেতে সক্ষম হবেন।

তিনি আরও বলেন, ধানের উৎপাদন টেকসই রাখতে হলে ব্লাস্ট রোগ প্রতিরোধে কৃষকদের সচেতনতা অত্যন্ত জরুরি। এ রোগ দমনে ওষুধ প্রয়োগের সময় ও পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অবস্থাতেই দুপুরের পর রোদ্রোজ্জ্বল সময়ে ওষুধ প্রয়োগ করা উচিত নয়। বরং বিকাল বেলায় আবহাওয়া অনুকূলে থাকলে সঠিক মাত্রা ও নিয়ম মেনে ওষুধ প্রয়োগ করলে ব্লাস্ট রোগের ক্ষতি থেকে ধানকে সুরক্ষা দেওয়া সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.