× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সাধারণ সম্পাদক মো. সবুজ

আরফাত হোসেন- দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি

০৮ জানুয়ারি ২০২৬, ১৬:৪৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি (বুধবার) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভোটে ২২২ জন ভোটারের মধ্যে ১৪৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটারদের প্রত্যক্ষ ভোটে মো. তৌহিদ ছাতা প্রতীকে ৮৪ ভোট পেয়ে সভাপতি, মো. আকতার জামান সবুজ আনারস প্রতীকে ১০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

অপরদিকে, মো. জাহেদুল ইসলাম পদ্মাফুল প্রতীকে ৮৬ ভোট পেয়ে সহ-সভাপতি, আহমদ উল্লাহ ছোটন মোমবাতি প্রতীকে ৭৩ ভোট পেয়ে অর্থ সম্পাদক, সরওয়ার হোসেন উড়োজাহাজ প্রতীকে ৬৬ ভোট, মো. নুরুল আলম মই প্রতীকে ৬৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। মো. জামাল, মো. সাইফুল ইসলাম, আবদুল কুদ্দুস ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

নির্বাচন পর্যবেক্ষণে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা, সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.