বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনিও প্রার্থী ছিলেন। মনোনয়ন না পেলেও দলীয় স্বার্থে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন তিনি। ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়। এ বাক্যকে ধারণ করে দলের চেয়ারপার্সন তারেক রহমানের সিন্ধান্তকে স্বাগত জানিয়ে তার সাথে থাকা নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ করার ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, তার কাছে দল বড়, দলের অস্তিত্ব না থাকলে রাজনীতির কোন অস্তিত্ব থাকে না। তাই দলের আনুগত্য শিকার করে দলীয় প্রধান তারেক রহমানের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ধানের শীষের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে অভিমত ব্যক্ত করেন। ধানের শীষের প্রার্থী যে হোক না কেন, ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় প্রতীকের প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের কাজ করার আহবান জানান। তিনি বলেন, ছাত্র জীবন থেকে রাজনীতিতে ছিলেন, আগামীতেও রাজ পথে দায়িত্ব নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তিনি দলের চেয়ারপার্সন, দেশনেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক জীবন বৃত্তান্ত তুলে ধরে নেতাকর্মীদের বিএনপির আদর্শে নিজেদেরকে গঠন করার আহবান জানান।
৭ জানুয়ারি (বুধবার) বিকালে চন্দনাইশে বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ ও দোহাজারী পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে কাঞ্চনাবাদ একটি রেস্টুরেন্টে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা জসিম উদ্দিন চৌধুরী মিন্টুর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সাবেক চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। আলোচনায় অংশ নেন বিএনপি নেতা যথাক্রমে আবদুল মাবুদ, জাহাঙ্গীর আলম, কামাল উদ্দিন, এড. সাদ্দাম হোসেন নিরব, সিরাজুল মোস্তফা, লোকমান হাকিম, ফরিদুল আলম, মো. আশরাফ আলী চৌধুরী, যুবদল নেতা যথাক্রমে নেছার উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর আলম, ইফতিয়ার উদ্দিন সুমন, মোহাম্মদ মাহ্ফুজুল আলম, ফরিদুল আলম প্রমুখ।