× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চকরিয়ার সাবেক ভাইস-চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ছুট্টু আটক

মো. কামাল উদ্দিন, চকরিয়া (কক্সবাজার)

০৮ জানুয়ারি ২০২৬, ১৭:৩৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মকছুদুল হক ছুট্টুকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে চকরিয়া উপজেলা ভূমি কার্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মকছুদুল হক ছুট্টু মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি চকরিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ছিলেন। তবে স্থানীয় বিভিন্ন দলের ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের একটি অংশের দাবি, রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকলেও তিনি ব্যক্তিগত জীবনে একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ জানায়, আটকের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া ও মন্তব্য দেখা যায়। চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই ফরিদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে মকছুদুল হক ছুট্টু সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাকে আটকের জন্য পুলিশ আগে থেকেই চেষ্টা চালাচ্ছিল।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলা ভূমি কার্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মকছুদুল হক ছুট্টু কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.