× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাঙ্গুনিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

০৮ জানুয়ারি ২০২৬, ১৭:৩৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন এবং স্কুল শিক্ষক ও অভিভাবকদের "দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টি ও পরিবেশ সচেতনতা" বিষয়ক প্রশিক্ষণ সাপলেজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়েছে৷ প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এবং রাঙ্গুনিয়া উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই কর্মসূচীর আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আকতার। উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ দপ্তরের সম্প্রসারণ অফিসার কল্পনা চাকমা, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ছোটন কান্তি বড়ুয়া। 

সংশ্লিষ্টরা জানান, স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি হলো বাংলাদেশ সরকারের একটি উদ্যোগ, যার লক্ষ্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা, স্বাস্থ্য ভালো রাখা, স্কুলে উপস্থিতি বাড়ানো ও ঝরে পড়া রোধ করা। ইতিপূর্বে রাঙ্গুনিয়ার সরফভাটা মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিলো। এবার এই বিদ্যালয়টিতেও এটি চালু করা হলো। এই কর্মসূচির আওতায় প্রতি শিক্ষার্থী কর্মদিবসে প্রতিদিন ২০০মিলিগ্রাম দুধ পাবে। প্রশিক্ষণ কর্মশালায় স্কুল শিক্ষার্থীদের প্রাণীজ পুষ্টির যোগান দেওয়া এবং উঠতি বা বাড়ন্ত বয়সের শিশুদের প্রাণীজ আমিষ গ্রহণের উপকারিতা সম্পর্কে অবহিত করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.