ছবি: সংবাদ সারাবেলা।
ইন্টারন্যাশনাল প্রাইমারি (আইপি) পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মানে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুল, মুন্সীগঞ্জে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্বসেরা, এশিয়াসেরা ও দেশসেরা নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের কৃতিত্ব উদ্যাপন করা হয়, যা প্রতিষ্ঠানটির পাশাপাশি দেশের জন্যও গর্বের বিষয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত গ্রুপ, ক্রাউন সিমেন্ট গ্রুপ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুন নাহার। এছাড়াও স্কুল ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সভাপতি, সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরহাদ হোসেন (অব.) উপস্থিত অতিথি ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য তাদের নিষ্ঠা, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের ধারাবাহিক দিকনির্দেশনার ফল। তিনি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও শিক্ষাগত উৎকর্ষে বিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
স্কুল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব আলমগীর কবির তার বক্তব্যে জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের মূল মূল্যবোধ—সততা, শৃঙ্খলা, মর্যাদা, সৌজন্য ও মানবিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষা কেবল পরীক্ষার ফলাফল নয়; বরং চরিত্র গঠন ও দায়িত্বশীল নাগরিক তৈরির একটি প্রক্রিয়া।
প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম কৃতী শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের বড় স্বপ্ন দেখতে, নৈতিক মূল্যবোধ ধারণ করতে ও দেশের কল্যাণে অর্থবহ অবদান রাখার জন্য উদ্বুদ্ধ করেন। তাঁর বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সঠিক চরিত্র গঠনের জন্য কারিগরি দক্ষতা, ধর্মীয় শিক্ষা এবং সামাজিক শিক্ষার সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ শিক্ষা ব্যবস্থার গুরুত্বের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন, যা তাদেরকে যোগ্য, নৈতিক ও সামাজিকভাবে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
বিশেষ অতিথি অধ্যাপক নাজমুন নাহার তাঁর বক্তব্যে বিদ্যালয়ের সুশৃঙ্খল, শিক্ষাবান্ধব ও মানসম্মত একাডেমিক পরিবেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের ইতিবাচক ও অনুকূল শিক্ষার পরিবেশই শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তিনি শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার প্রশংসা করে উল্লেখ করেন যে, শিক্ষকদের এই নিবেদিতপ্রাণ ভূমিকার ফলেই শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে এমন কৃতিত্ব অর্জনে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম নবনির্মিত বিদ্যালয় ভবনের উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
