× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তীব্র শীতের কারণে রায়পুরে হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর চাপ বাড়ছে

মাহমুদুন্নবী সুমন রায়পুর (লক্ষ্মীপুর)

০৮ জানুয়ারি ২০২৬, ১৭:৪৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

তীব্র শীতের কারণে রায়পুর উপজেলায় হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর চাপ বাড়ছে। রোগীদের মধ্যে বেশির ভাগই শিশু। আক্রান্তদের অধিকাংশই জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, পেটের পীড়া ও নিউমোনিয়ায় ভুগছে। সরকারি হাসপাতালে শয্যার চেয়ে রোগী বেশি হওয়ায় বাধ্য হয়ে মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসাসেবা দিচ্ছেন চিকিৎসকেরা।

উপজেলায় গত ৫ দিনের শীতের তীব্রতায় নাকাল হয়ে পড়েছে জনজীবন। শীতজনিত নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও বৃদ্ধ রোগীরা। শীতের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা। চরাঞ্চলের শিশু-বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন বেশি।

সরেজমিনে বৃহস্পতিবার (০৮ ই জানুয়ারি) সকালে রায়পুর সরকারি হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগ ও অন্যান্য বিভাগের সামনে রোগীদের ভিড়। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন ১০-১৫ নবজাতক, শিশু ও বৃদ্ধরা ভর্তি হচ্ছেন। যা শিশু ওয়ার্ডের ধারণক্ষমতার দ্বিগুণের বেশি। এসব শিশুর মধ্যে কেউ কেউ কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর-ডায়রিয়ায় আক্রান্ত।

হাসপাতালে ভর্তি হওয়ার পর অনেকে সুস্থ হয়ে উঠলেও অনেক নবজাতকের গুরুতর অবস্থাও দেখা গেছে। শিশু ও বৃদ্ধরা হঠাৎ করে অসুস্থ হওয়ায় দিশেহারা পরিবার ও অভিভাবকরা। এই শীতে মেঘনার চরাঞ্চলের অসহায় গরিব মানুষ বেশি ঠান্ডা ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৭ দিনে রায়পুর হাসপাতালে ১৪৭ জন রোগী ভর্তি করা হয়েছে। তার মধ্যে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৫২ জন। এর মধ্যে ডায়রিয়া ওয়ার্ডে ২১ শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

রায়পুর সরকারি হাসপাতালে শিশু ডাক্তার মামুনুর রশীদ পলাশ বলেন, ‘হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় শিশুদের সর্দি-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ভাইরাসজনিত কারণে ডায়রিয়া দেখা দিচ্ছে। এজন্য শীতে শিশুদের সঙ্গে বৃদ্ধদেরও বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। এতে তাদের নানান ধরনের রোগ থেকে রক্ষা করা সম্ভব হবে।’

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন, ‘ঠান্ডার কারণে শিশু রোগীর চাপ বেড়েছে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে।’ শিশুদের পাশাপাশি বৃদ্ধদেরও গরম কাপড় পরিধান করানো, অভিভাবকদের সচেতন ও ঠান্ডা এড়িয়ে চলার পরামর্শ দেন এ চিকিৎসক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.