× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আরইউজে’র দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটগ্ৰহণ শুরু; রাজনৈতিক প্রভাব না থাকার আশ্বাস

রাজশাহী ব্যুরো:

১০ জানুয়ারি ২০২৬, ১৩:৪২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

শনিবার (১০ জানুয়ারি) বেলা বারোটা বিশ মিনিটে ভোটারদের ভোট প্রয়োগের মাধ্যমে শুরু হয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে-রেজিঃ নং- রাজ-১০৮৮) দ্বি-বার্ষিক নির্বাচনের (২০২৬-২৭) ভোটের আনুষ্ঠানিক যাত্রা। 

তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মাহবুব সিদ্দিক। অন্যদুই সদস্য হিসেবে আছেন প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ও এডভোকেট রজব আলী। নির্বাচন চলাকালীন সময়ে রজব আলী ছাড়া অন্যদুজন উপস্থিত ছিলেন।

সাত সদস্য বিশিষ্ট নির্বাহী বডি গঠণের লক্ষ্যে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয় গত ৩১ ডিসেম্বর’২০২৫ তারিখে। সাতটি পদের বিপরীতে ভোটযুদ্ধে লড়াই করবেন মোট ১২ জন প্রার্থী। আর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ৬৫ জন।  

চুড়ান্ত প্রার্থী তালিকায় ১২ জনের নাম আসলেও মনোনয়নপত্র জমাদানের শেষদিন ৩০ ডিসেম্বর প্রণিত খসড়া প্রার্থী তালিকায় নামের সংখ্যা ছিল বেশ দীর্ঘ। সেই তালিকানুযায়ী সাতটি পদের বিপরীতে ভোটযুদ্ধে অংশ নেবার জন্য নাম লিখিয়েছিলেন সর্বমোট ১৯ জন প্রার্থী। সেখান থেকে নিয়মানুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের পর ঘোষিত চুড়ান্ত তালিকানুযায়ী ভোটযুদ্ধে অংশ নিচ্ছে ১২ জন প্রার্থী। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ব্যতীত অন্য পাঁচটি পদের বিপরীতে ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন দুজন করে

গত ২০-১২-২০২৫ ইং তারিখে ঘোষিত তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল ২০ ডিসেম্বর। তারপর ক্রমান্বয়ে (২১ ডিসেম্বর’২৫ থেকে ১০ জানুয়ারি’২৬) ভোটার তালিকার উপর আপত্তি, আপত্তির উপর শুনানি ও নিষ্পত্তি, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র বিতরণ ও জমা, বাছাই ও খসড়া তালিকা প্রকাশ, প্রার্থী তালিকার উপর আপত্তি জমা, আপত্তির উপর শুনানি ও নিষ্পত্তি, মনোনয়নপত্র প্রত্যাহার, চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও অবশেষে ভোট গ্রহণ।

চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দৌড়ঝাপ বেড়েছিল ভোট সংগ্রহের নিমিত্তে। যে যার লবিং থেকে চেষ্টা করেছে নিজ ভোট ব্যাংককে বিজয়ের দিকে ধাবিত করতে। আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে জানান প্রার্থী ও ভোটাররা। কোন অনৈতিক সুবিধার মাধ্যমে ভোটারকে নিজের দিকে আনার কোন প্রকার অপচেষ্টার অভিযোগ এখনো পর্যন্ত কেউ না করলেও উন্মুক্ত থাকা ভোট বুথ নিয়ে অনেকেরই অভিযোগ আছে। নির্বাচন কমিশনারদের টেবিলের মাত্র কয়েক ফিট দূরে রাখা উন্মুক্ত ভোটবুথ নিয়ে অনেকের মনেই দ্বিধাদ্বন্দ্ব কাজ করলেও নির্বাচন পরিচালনা কমিটি বলছেন, এতে কোন সমস্যা হবেনা। বুথস্থল কাপড় দিয়ে না ঘিরলেও ভোগনীয়তা বিনষ্ট হবে না, এখানে তো আমরা ছাড়া কেউ নেই।

এই নির্বাচনকে ঘিরে অলিখিত বা প্রত্যক্ষভাবে কোন প্রকার প্যানেলের দেখা না মিললেও অলিখিতভাবে ওপেন সিক্রেট হিসেবে প্রকাশ পেয়েছে দুটো প্যানেলের নাম। অলিখিত প্যানেলের নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে একাধিক প্রার্থী বলেন, নির্বাচনে সকল প্রার্থীই বেশ মজবুদ অবস্থান আছে। তবে রাজনৈতিক বিষয়টিও বেশ শক্ত ভূমিকা রাখতে পারে বলেও ধারণা অনেকের। নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদ দুটোতে কোন প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় উভয়কেই নিয়মানুযায়ী নির্বাচিত ঘোষণা করা হবে।

এবিষয়ে, আরইউজের সাবেক সভাপতি ও এবারের সভাপতি প্রার্থী আব্দুল আউয়াল বলেন, নির্বাচনে কোন প্রার্থী কোন দলের মতাদর্শে বিশ্বাসী সেটি কোন বিষয় না। আমরা একই ছাদের নিচে আছি এবং থাকবো। তাই কারো ব্যক্তিগত কোন বিষয় এখানে কোন ভূমিকা রাখতে পারবেনা। সকলকিছুর উর্দ্ধে এই ই্উনিয়ন। তাই, রাজনীতি কিংবা ব্যক্তিস্বার্থ আমার কাছে মূখ্য না। আশাকরি এই নির্বাচনেও সেটির কোন প্রভাব পরবেনা। সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে ভোটাররা নিজ নিজ ভোট প্রয়োগ করবেন। ভোটাররা ব্যালটের মাধ্যমে নির্বাচিত করবেন আগামী দুইবছর কাদের হাতে তারা দায়িত্ব দেবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.