× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলবে ৫ শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

১০ জানুয়ারি ২০২৬, ২২:৪৫ পিএম । আপডেটঃ ১০ জানুয়ারি ২০২৬, ২২:৪৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (১০জানুয়ারী) দুপুরে উপজেলার ঘিলাতলী সামাদিয়া কামিল মাদ্রাসা হলরুমে মজুমদার ফাউন্ডেশনের অর্থায়নে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন এবং মেধাবীদের হাতে সার্টিফিকেট ও বৃত্তির নগদ অর্থ তুলে দেন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের চেয়ারম্যান ডা. মাহমুদা আক্তার। অনুষ্ঠানের শুরুতে আমেরিকা থেকে মুঠোফোনে বক্তব্য রাখেন মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান  ফারুক হোসেস মজুমদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপন করেন নরসিংদী ইংলিশ ল্যাভে'র প্রতিষ্ঠাতা এনামুল কবির সরকার।

বারাবরের মতো এবারও স্থানীয় এলাকার সন্তান ও আমেরিকা প্রবাসীদের সংগঠন মজুমদার ফাউন্ডেশনের সহযোগী সংগঠন মতলবের মজুমদার ফাউন্ডেশন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের  ৫ শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ৫ লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি প্রদান করেন। এছাড়াও কোরআন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের উৎসাহীত করতে নগদ অর্থ প্রদান করা হয়।

মজুমদার ফাউন্ডেশণ বৃত্তি প্রকল্পের সভাপতি ফয়েজুর রহমান মজুমদারের সভাপতিত্বে এবং বৃত্তি প্রকল্পের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঘিলাতলী সামাদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার, নারায়নপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, ধনারপাড় দাখিল মাদ্রাসার সুপার আমিমুল এহসান মজুমদার, মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন,সুপ্রীম কোর্টের আইনজীবী এড. কাজী ফখরুল ইসলাম প্রমূখ।

এ সময় প্রধান অতিথি'র বক্তব্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের চেয়ারম্যান ডা. মাহমুদা আক্তার লেন, ভবিষ্যতেও দরিদ্র ও মেধাবীদের সহযোগিতার ক্ষেত্রে আমাদের মজুমদার ফাউন্ডেশনের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ্।’

তিনি মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের মতো মেধাবীরাই একদিন সমাজ ও রাষ্ট্রের ব্যাপক পরিবর্তন আনতে পারবে তোমাদের প্রতি সে বিশ্বাস আমি রাখি ।’

সবার জন্য মানসম্মত বা যুগোপযোগী  শিক্ষা সুনিশ্চিত করার জন্য সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি'র বক্তব্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান বলেন, মজুমদার ফাউন্ডেশনের এই বৃত্তি প্রদান শুধুমাত্র মেধাবী শিক্ষার্থীদেরকে আর্থিকভাবে সহযোগিতা নয় বরং তাদেরকে অনুপ্রেরণা, সাহস ও উৎসাহ প্রদান। বিগত বছরগুলোতে সমাজের অসচ্ছল জনগোষ্ঠীর শিক্ষার্থীরা যে কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করেছে তার স্বীকৃতি হিসেবে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবীদেরকে এই স্বীকৃতি প্রদান। আমরা চাই ভবিষ্যতে তারা দ্বিগুণ উৎসাহ ও উদ্দীপনা নিয়ে পড়াশোনায় গভীর মনোনিবেশ করে নিজের, পরিবারের, সমাজের ও সর্বোপরি দেশের ভাগ্য উন্নয়নে কাজ করবে। শিক্ষিত জনগোষ্ঠীই দেশের প্রধান চালিকা শক্তি। বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে তিনি সার্টিফিকেট অর্জনের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠার এবং তাদের এই মেধাকে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।

এ সময় বক্তারা আরো বলেন, মতলবের এই মজুমদার ফাউন্ডেশন উপজেলার দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করতে ব্যাপক পরিসরে যেই আর্থিক সহযোগীতা করলো তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবানরা যদি এই মজুমদার ফাউন্ডেশনের মতো সমাজের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাড়িয়ে এভাবে সহযোগীতা করতো তবে মানসম্মত শিক্ষা নিশ্চিতের পাশাপাশি অসংখ্য দরিদ্র পরিবারের উপকার হতো। মজুমজার ফাউন্ডেশন তাদের সামাজিক অন্যান্য কাজে সহযোগীতার পাশাপাশি দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাড়ানো তাদের যে অভ্যাস তা তারা অব্যাহত রাখবে বলে আমরা আশা রাখছি।

অনুষ্ঠানে এই মজুমদার ফাউন্ডেশনের যারা মারা গেছেন, যারা অসুস্থ আছেন এবং সংগঠনের যারা প্রবাসে আছেন তাদের সকলের জন্য দোয়া করা হয়।ছবি ক্যাপশনঃ

মতলবে ৫ শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করছেন অতিথিবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.