ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই হয়ে গেছে।আজ শনিবার (১০জানুয়ারি) সন্ধ্যায় (আনুমানিক ছয়টায়) শহরের পাটমহল মোড়ে একটি মুড়ির দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন। অগ্নিকান্ডে ফলেপাশের একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ব্যাবসা প্রতিষ্ঠানগুলো হলো জমির হোটেল,মফিজ উদ্দিনের মুড়ির দোকান।
হোটেল মালিক জমিরউদ্দিন বলেন,’সন্ধ্যায় পাশের মুড়ির দোকান থেকে আগুন লাগার কথা জানতে পেরে দ্রুত লোকজন ও জিনিসপত্র সরানোর চেষ্টা করি।ব্যাবসায়ীরা ফায়ারসার্ভিসে খবর দিলে তারা উদ্ধার কাজ শুরু করে।’ স্থানীয় ব্যবসায়ী মফিজ উদ্দিন বলেন,’কিভাবে আগুন লেগেছে আমরা কেউ বলতে পারছিনা। আগুনে আমাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।’
গফরগাঁও ফায়ার সার্ভিসের সাব অফিসার আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে অগ্নিনির্বাপক দল আগুন নেভানোর কাজ শুরু করে। দোকানের ভেতরে পানি পৌঁছাতে সমস্যা হয়।তারপরও দ্রুত সময়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়।
গফরগাঁও ফায়ার সার্ভিসের তরফ থেকে জানানো হয়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।’
খবর পেয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম আবদুল্লাহ-আল-মামুন ’অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন