ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত দেয়। এর মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার দেওয়া বাতিলের সিদ্ধান্ত বাতিল হয়। এর আগে মনোনয়নপত্র দাখিলের সময় একটি কারিগরি ত্রুটির কারণে রিটার্নিং কর্মকর্তা মজিবুর রহমান আজাদীর প্রার্থিতা বাতিল করেন। প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরের নির্ধারিত স্থানে ভুলক্রমে প্রার্থীর স্বাক্ষর পড়ে যাওয়ায় এবং সংশোধনী কাগজ মূল নথির সঙ্গে সংযুক্ত না থাকায় এই জটিলতা তৈরি হয়।
আপিল শুনানিতে বিষয়টি বিস্তারিতভাবে উপস্থাপন করা হলে নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। ফলে জামালপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পান মজিবুর রহমান আজাদী।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মজিবুর রহমান আজাদী বলেন, “আমার মনোনয়নপত্রটি একটি অনিচ্ছাকৃত কারিগরি ত্রুটির কারণে বাতিল হয়েছিল। আপিল শুনানিতে নির্বাচন কমিশন ন্যায়বিচার নিশ্চিত করেছে।” তিনি আরও বলেন, “জামালপুর-৩ আসনের ভোটারদের পাশে থেকে সবার সহযোগিতায় নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে চাই।
উল্লেখ্য, রোববার সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু হয়। কমিশন সূত্রে জানা গেছে, এদিন ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব শুনানি চলবে।