তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ ই জানুয়ারি) সকাল দশটায় চালনা বন্দর ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র শেখ জুলফিকার আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ৩ রামপাল মংলা সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, সাবেক ছাত্রনেতা ও বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল হালিম খোকন, মোংলা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, ইমরান হোসেন, আব্দুল মান্নান হাওলাদার, আবু হোসেন পনি, নাসির তালুকদার, গোলাম নূর জনি, খোরশেদ আলম, বাবলু ভূইয়া, সাকির হোসেন, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইমাম হোসেনসহ পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি সংগ্রাম করেছেন, কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার মৃত্যুতে দেশ ও দশের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করতে হবে এবং ধানের শীষকে জয়ী করতে হবে।