বান্দরবানের রুমা উপজেলার ১ নম্বর পাইন্দু ইউনিয়নের পাইন্দু হেডম্যান পাড়ায় দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অযোগ্য হয়ে থাকা সড়কটির সংস্কারকাজ অবশেষে শুরু হয়েছে। বাজেট, টেন্ডার ও ওয়ার্ক অর্ডার সম্পন্ন থাকার পরও দীর্ঘদিন কাজ শুরু না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। বিষয়টি দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকায় প্রকাশের পর আজই মাঠে কাজ শুরু করেন সংশ্লিষ্ট ঠিকাদার।
এলজিইডি সূত্রে জানা যায়, ২০২৩–২০২৪ অর্থবছরে পাইন্দু হেডম্যান পাড়া এলাকায় প্রায় ২ কিলোমিটার ৩৫০ মিটার সড়ক এবং একই অর্থবছরে বগালেক থেকে বগামুখ পাড়া পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক সংস্কারের প্রকল্প অনুমোদন পায়। দুইটি প্রকল্পই একই ঠিকাদারের অধীনে থাকলেও দীর্ঘদিন বাস্তব অগ্রগতি না থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়।
পাইন্দু হেডম্যান পাড়া ছাড়াও আশপাশের কয়েকটি গ্রামের মানুষের জন্য এই সড়কই একমাত্র যোগাযোগের মাধ্যম। বর্ষা মৌসুমে কাদা ও পানির স্রোতে রাস্তা সম্পূর্ণ ডুবে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুকনো মৌসুমে ভাঙা রাস্তা, ধুলো ও অসংখ্য গর্তে চলাচল হয়ে ওঠে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শিক্ষার্থী, শিক্ষক, রোগী ও কৃষকদের প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল।
স্থানীয় গ্রামবাসীরা জানান, ২০২৫ সালের ১০ এপ্রিল ওয়ার্ক অর্ডার দেওয়া হলেও দীর্ঘ সময় কোনো কাজ শুরু হয়নি। বর্ষা আসন্ন হওয়ায় তারা আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় ছিলেন।
বগামুখ পাড়া স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শৈহ্লাচিং মারমা বলেন, “রাস্তার বেহাল অবস্থার কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের গ্রামে পৌঁছাতে পায়ে হেঁটে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। রাস্তা নির্মাণ হলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে, পাশাপাশি চিকিৎসা ও কৃষি খাতে বড় উপকার হবে।”
প্রকল্পের ঠিকাদার মায়াধন চাকমা (লাইসেন্সধারী: ঘাগড়া, কাউখালী, রাঙামাটি) জানান, “দুইটি সড়ক প্রকল্পের টেন্ডার, বাজেট ও ওয়ার্ক অর্ডার আগেই সম্পন্ন ছিল। আবহাওয়া ও কিছু প্রশাসনিক জটিলতার কারণে কাজ শুরু করতে দেরি হয়েছে। এখন প্রস্তুতি সম্পন্ন করে কাজ শুরু করা হয়েছে।”
এলজিইডি বান্দরবানের সহকারী প্রকৌশলী পারভেজ বলেন, “পাইন্দু হেডম্যান পাড়া সড়ক আমাদের পরিকল্পনার আওতায় রয়েছে। কাজ দ্রুত শেষ করার জন্য তদারকি জোরদার করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে টেন্ডার বাতিল ও জরিমানার বিধান রয়েছে।”
দীর্ঘ অপেক্ষার পর কাজ শুরু হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা—এবার যেন কাজ মাঝপথে থেমে না যায়। দ্রুত, টেকসই ও মানসম্মতভাবে সড়ক সংস্কার সম্পন্ন করে পাহাড়ি জনপদের হাজারো মানুষকে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি দেওয়া হোক।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
