রংপুরের বদরগঞ্জে রেকটি ফাইট স্প্রিট খেয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুরে এলাকায়।নিহতরা হলেন, আলমগীর (৪০) পিতা আমিরুল ইসলাম, পূর্ব শিবপুরের সোহেল মিয়া (৩০) পিতা মৃত রফিকুল ইসলাম।এ ঘটনায় মাদক ব্যবসায়ী জয়নুল আবেদিন (৪৬) নামক এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জয়নাল আবেদীন কিসামত বসন্তপুর নয়াপাড়া গ্রামের আনারুল ইসলাম ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে গেছে, অতিরিক্ত মাত্রায় নেশার সামগ্রী খেয়ে অসুস্থ হয়ে পড়েন দুইজন। আলমগীর হোসেন গতকাল দিবাগত রাত ১০ টায় রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও রাত ১২ টায় সোহেল মিয়া নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় মারা যান বলে জানা গেছে।স্থানীয়রা জানান, তারা কোন সময় নেশা করে অসুস্থ হয়ে পড়ছেন জানেন না তবে দীর্ঘদিন ধরে নেশা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ হাসান পৌঁছে বিষয়টি নিশ্চিত করে জানান তদন্ত করে দেখা হচ্ছে।