চুয়াডাঙ্গার দামুড়হুদায় এসএসসি ৯২ ব্যাচের উদ্যোগে দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে দামুড়হুদার দশমী ঈদগাহ মাঠে ৩০০ জনের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএসসি ৯২ ব্যাচের দামুড়হুদা উপজেলা সভাপতি ও কেন্দ্রীয় সমন্বয়ক নাসির উদ্দীন। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা উবাইদুর রহমান সাহেল। বিশেষ অতিথি ছিলেন এসএসসি ৯২ ব্যাচের দামুড়হুদা উপজেলার সিনিয়র সহসভাপতি ও দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, দামুড়হুদা থানার উপপরিদর্শক উত্তম, এসএসসি ৯২ ব্যাচের দামুড়হুদা উপজেলার সাধারণ সম্পাদক আল হেলাল রাজা, মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা।
এ সময় উপস্থিত ছিলেন এস এসসি ৯২ ব্যাচ দামুড়হুদা উপজেলার সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম ভুট্টু, সহসভাপতি ইনামুল করিম শাহ ইনু, সাইফুল ইসলাম মজিবার হালসোনা জাহাঙ্গীর হোসেন লিটন তাহাজ উদ্দিন তাজু, আব্দুল মমিন, একরামুল হক মেম্বার, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান বেল্টু, যুগ্ন সাধারণ সম্পাদক, আলাউল হক, আসাদুর রহমান বাদশা, আব্দুর রশিদ, আব্দুল গাফফার শক্তি, আসলাম উদ্দীন, ইকবল হোসেন, একরামুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক একরামুল হক।