× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরিশালে শ্রমিকলীগ নেতা আটক

শাকিল খান, বরিশাল প্রতিনিধি:

১৩ জানুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

বরিশালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন বিএনপির নেতাকর্মীদের ওপরে হামলার মামলায় মহানগর শ্রমিকলীগ এর এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত হলেন বরিশাল মহানগর শ্রমিকলীগের কার্যকরী সদস্য মো. আব্দুল বাতেন। তিনি এয়ারপোর্ট থানাধীন শোলনা এলাকার ৯নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মতিন এর ছেলে। ১২ জানুয়ারী বিকাল ৪টা ১০ মিনিটের সময় নগরীর নথুল্লাবাদ থেকে স্থানীয় জনতা আটক করে তাকে কোতয়ালী থানায় সোপর্দ করেন।

থানা সূত্রে জানাগেছে, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে  গত ১৯ জুলাই ২০২৪ইং তারিখে চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে বরিশাল নগরীর সিএন্ডবি রোডে বিএনপি'র নেতৃবৃন্দসহ নেতাকর্মিরা বিক্ষোভ মিছিল বের করেন। এসময় বিএনপির বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অতর্কিত হামলা চালায়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ১৫০ - ২০০ নেতাকর্মী আহত হন।

এ ঘটনায় গত  ২২ আগস্ট ২০২৪ইং তারিখে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আব্দুল বাতেনকে জিজ্ঞাসাবাদ করলে উক্ত মামলার ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন  বিএনপির নেতাকর্মীদের ওপরে হামলার ঘটনায় আটককৃতর সম্পৃক্ততা পাওয়ায় তাকে এ মামলায় গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।  তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন হামলার মামলায় গ্রেফতার অভিযান চলমান থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.