× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতক্ষীরার তালায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

সোহারাফ হোসেন সৌরাভ সাতক্ষীরা:

১৩ জানুয়ারি ২০২৬, ১৫:৩৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তালা ফায়ার স্টেশন সংলগ্ন একটি কালভার্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হাসান রানা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উন্নয়ন প্রচেষ্টা’-এর কৃষি ইউনিটে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি তালা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রত্যক্ষদর্শী নুর উদ্দীন টিপু জানান, সকালে তিনি বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকাকালে বিকট শব্দ শুনে দ্রুত নিচে নেমে আসেন। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, একটি মোটরসাইকেল ও একটি যাত্রীবাহী বাস রাস্তার বাম পাশে পড়ে আছে। পরে ফায়ার স্টেশনের কর্মীরা গুরুতর আহত অবস্থায় নাজমুল হাসান রানাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা এস এম নাহিদ হাসান জানান, ঢাকাগামী লিটন ট্রাভেলস-এর একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৯-০০২৩) এর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। হাসপাতালে নেওয়ার পথে নাজমুল হাসান রানার অবস্থার অবনতি হলে তিনি মারা যান।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.