× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইন অমান্য করেই শেরপুর মাছের মেলায় বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘বাঘাইড়’

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার:

১৩ জানুয়ারি ২০২৬, ১৫:৫২ পিএম

মৌলভীবাজার জেলার শেরপুরের শতবছরের ঐতিহ্যবাহী মাছের মেলায় এবারও বিক্রি হচ্ছে নিষিদ্ধ বাঘাইড় মাছ। বন্যপ্রাণী নিরাপত্তা ও প্রকৃতি সংরক্ষণ আইন অমান্য করে বিক্রি করা হচ্ছে বিপন্ন এ মাছটি। ফলে দেশের নদনদী ও জলাভূমি থেকে বিশালাকৃতির এ মাছটি বিপন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এই প্রজাতির মাছটি বিপন্ন এবং সংরক্ষিত। এ মাছটি বিক্রিতে সরকারের রয়েছে নিষেধাজ্ঞা।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে শেরপুরের মাছের মেলায় গিয়ে দেখা যায় বিশাল আকারের এই মাছটি বিক্রি হচ্ছে প্রকাশ্যে এবং একদম উৎসব করে খোলামেলা ভাবে। বিষয়টি নিয়ো প্রশাসনের নজরদারীও চোখে পড়েনি।  

প্রতি বছর পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসবকে ঘিরে মৌলভীবাজার সদর উপজেলার শেষ প্রান্তের শেরপুরে আয়োজন করা হয় এই মেলা। মৌলভীবাজারে এ বছর ছোট-বড় আরো কয়েকটি মাছের মেলা বসেছে, যার মধ্যে সবচেয়ে বড় মেলাটি হচ্ছে শেরপুরে। উৎসব উপলক্ষে মানুষ না জেনে এবং না বুঝে এই বাঘাইড় মাছটি ক্রয় করে থাকেন। এটি অনেকদিন ধরে চলতে থাকায় একটি ট্রেন্ড চালু হয়ে গেছে। নিষিদ্ধ এই মাছটির বিক্রি বন্ধে মাছ বাজারে মাইকিং ও প্রচারের কাজটি করা হলে মানুষ সচেতন হতো।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর আওতায় বাঘাইড় মাছ শিকার ও বিক্রি নিষিদ্ধ। কেউ তা অমান্য করলে ১ বছর সশ্রম কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে হতে পারে। দেশের কোনো প্রান্তে যে কোনো ধরনের মাছের মেলায় বাঘাইড় বিক্রি হতে না পারে সেজন্য স্থানীয় প্রশাসন আগে থেকেই উদ্যোগ নিয়ে থাকে। কিন্তু মৌলভীবাজারে এমন কোনো উদ্যোগের দেখা মেলেনি।

স্থানীয়রা জানান, সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক মৎস্য ব্যবসায়ীরা নানা প্রজাতির মাছ নিয়ে আসেন। বিকেল থেকেই শুরু জমজমাট বেচা-কেনা। গভীর রাত পর্যন্ত মেলা থেকে পছন্দের মাছ কিনেন ভোজন রসিক মানুষ। মেলায় সরকারি কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বাঘাইড় মাছের পাশাপাশি ওঠে বড় বড় বোয়াল, চিতল, আইড়, গজার, রুই, কাতলা, মৃগেল, বাউশ, বড় বড় কাকিলা প্রভৃতি জাতের মাছ।

শেরপুরের মেলায় বাঘাইড় নিয়ে এসেছেন মো. আরবেশ মিয়া। তিনি বলেন, এই মাছটি কিশোরগঞ্জের মিঠামইন মেঘনা নদীতে ধরা পড়েছে। সেখান থেকে আমি কিনে এনেছি। পঁচাশি কেজির উপর ওজনের এই মাছটির দাম চাচ্ছি সাড়ে ৩ লক্ষ টাকা। তবে কোনো আগ্রহী ক্রেতা যদি সত্যি এ মাছটি নিতে চান তবে আমি দরাদরি করে আরো কমে মাছটি বিক্রি করবো।  

‘আইন অমান্য করে এই বাঘাইড় মাছ বিক্রির কথা আমার জানা ছিল না’ বলে জানান  বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন বলেন, “নিষিদ্ধ বাঘাইড় মাছ বিক্রির এ বিষয়টি আমি রাতেই জেনেছি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্য কর্তকর্তাকে আমি মাছের মেলায় পাঠাচ্ছি যাতে কোনভাবেই মাছটি বিক্রি করতে না পারো।”  


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.