× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরাইলে আদালতের আদেশ অমান্য করে ভূমি জোরদখলের অভিযোগ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

১৩ জানুয়ারি ২০২৬, ১৬:০৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ কুট্টাপাড়া এলাকায় আদালতের আদেশ অমান্য করে ভূমি জোরদখলের অভিযোগ পাওয়া গেছে। গত ১১ তারিখ রবিবার বাদী আলমগীর মিয়া সরাইল থানায় এই অভিযোগ দায়ের করেন।

সরেজমিনে জানা গেছে গত ১০ তারিখ দিবাগত নিশিরাতে একই এলাকার সুরুজ মিয়ার ছেলে ফিরোজ মিয়া গং রা সরাইল মৌজার সি এস খতিয়ানের ২৫৩২ দাগের ভূমিতে ইটের দেওয়াল নির্মাণ করেন। পরবর্তীতে ড্রামট্রাক দিয়ে এখানে মাঠি ফেলে। বর্তমানে ২৫৩২ দাগের নালিশা ভূমিতে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র সহকারী জজ আদালতে মামলা রয়েছে যাহার নং ১৫৯/২২। মামলার ধারাবাহিকতায় উক্ত নালিশা ভূমিতে আদালত কর্তৃক স্থিতিবস্তার আদেশ রয়েছে যাহার আদেশ নং ০৮ তারিখ ২৭/০৪/২৩ । এ বিষয়ে ফিরোজ মিয়া বলেন, আমরা মামলা ও স্থিতাবস্তার সম্পর্কে জানিনা। অভিযোগকারী আলমগীর মিয়া বলেন তারা জোরপূর্বক জায়গা দখল করার চেষ্টা চালাচ্ছে। আমাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।

এ বিষয়ে সরাইল থানার ওসি বলেন, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করার জন্য সরাইল থানার এ এস আই সালাম সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত চলমান রয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.