× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বান্দরবানে এসবিএমের অবৈধ ইটভাটায় সন্ত্রাসী পাহারা; পরিবেশ ধ্বংস

বান্দরবান প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২৬, ১৬:২৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

আইন,পরিবেশ আর সাধারণ মানুষের জীবন সবকিছুই যেন পদদলিত হচ্ছে ক্ষমতার বুটের নিচে। আজিজ নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আজম উল্লাহ খানের প্রভাবশালী স্থানীয় নেতার প্রত্যক্ষ আশ্রয়–প্রশ্রয়ে রাতে আর দিনের আলোয় চলছে একটি অবৈধ ইটভাটা। প্রশাসনের অনুমতি ছাড়াই পরিচালিত এই ইটভাটাটি শুধু পরিবেশ ধ্বংসই নয়' এলাকায় আশেপাশে গড়ে তুলেছে সন্ত্রাসের দুর্গ।

স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ ইটভাটাটি পাহারা দিচ্ছে সংঘবদ্ধ সন্ত্রাসীরা—হাতে ধারালো অস্ত্র, মুখে হুমকি, চোখে রক্তচক্ষু। কোন গণমাধ্যম কর্মীরা ছবি তুলতে গেলে শুরু হয় ভয়ভীতি, হুমকি, এমনকি প্রাণনাশের হুঁশিয়ারি। পুরো এলাকা কার্যত পরিণত হয়েছে অঘোষিত সন্ত্রাসীদের আখড়াধারী। ফলে এলাকাবাসীরা এদের ভয়ে মুখ খুলতেও সাহস পাচ্ছেন না।আর এসব অবৈধ অপরাধমুলক কর্মকান্ডে নতুন করে যুক্ত হয়েছেন তারই পুত্র ফরহাদ হোসেন। তবুও প্রভাবের কারণে বছরের পর বছর ধরে নির্বিঘ্নে চলছে অবৈধ ইটভাটা উৎপাদনের কারখানা।

অনুসন্ধানে জানা গেছে, ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত মোহাম্মদ উল্ল্যাহ আজম খান আজিজ নগর ইউপি চেয়ারম্যান ছিলেন। সে সময় আওয়ামী লীগের রাজনৈতিক ছত্র ছায়ায় এলাকায় আধিপাত্যের বলয় সৃষ্টি করে গজালিয়া দুর্গম  এলাকায় এসবিএম নামে অবৈধ ইটভাটা। এরপর থেকে স্থানীয় সন্ত্রাসীর বাহিনীর ক্ষমতায় পরিচালনা করে আসছেন তিনি।

প্রশাসন ও পরিবেশ জানিয়েছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসনের অনুমোদন কিংবা বৈধ কাগজপত্র—কোনোটিই নেই কোন ইটভাটায়। তবে বর্তমানে  লামা উপজেলার ৩১টি ইট ভাটা চালু আছে। আর অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৪৪লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সরেজমিনে দেখা গেছে, গজালিয়া- আজিজনগর সড়কের গহীন জঙ্গলে গড়ে তুলেছেন এই অবৈধ ইটভাটা। সেখানে অবৈধ ইটভাটাকে চাঙ্গা রাখতে বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী মজুদ রেখেছেন অবৈধ ইট ভাটার মালিক মোঃ আজম উল্লাহ। আর এসব ইট ভাটাটিতে বিশাল বিশাল পাহাড় কেটে স্থাপন করা হয়েছে এই অবৈধ ইটভাটা। ইটভাটায়  অবাধে পোড়ানো হচ্ছে বনের কাঠ আশেপাশে হারাচ্ছে প্রাকৃতিক বৈচিত্র্য।

সেখানকার পাড়াবাসীরা জানিয়েছেন,আজম খানের ইটভাটার শ্রমিকদের কাছে মেজাং মেম্বার পাড়া, নাজিরাম ত্রিপুরা, রাসুঙ্গ ত্রিপুরা তিনটি পাড়ার লোকজন  জিম্মি হয়ে আছে।  বিশেষ করে কোন পাহাড়ী নারী গ্রামের  বাইরে একা কেউ বের হতে পারেন না।কেউ একা গেলে নারীরা ইটভাটার শ্রমিকদের কাছে ইভটিজিংয়ের শিকার হচ্ছেন। ইটভাটার শ্রমিক ও ম্যানেজার  দেশীয় অস্ত্রনিয়ে ঘোরাফেরা করার কারনে এলাকার লোকজন শ্রমিকদের বিরুদ্ধে ইটভাটার মালিক বা প্রশাসনের কাছে কোন অভিযোগ দিতে পারতেছেন না, প্রতিবাদও করতে পারছেননা।  তারা খুবই আতঙ্কে দিনপাত করছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সংবাদকর্মী বলেন, এসবিএম অবৈধ ইট ভাটায় তথ্য সংগ্রহ করতে ভাটা মালিক মোহাম্মদ উল্ল্যাহ আজম খানের ছেলে ফরহাদ ও ম্যানেজার কবিরসহ ভাটা শ্রমিকরা মোবাইল কেড়ে নেয়। এবং উদ্ধত আচরন করে দেশীয় অস্ত্র প্রদর্শন করে  তারা বলেন চট্টগ্রামের একজন রাজনৈতিক নেতার ক্যাডার নীতিতে জড়িত থেকে বেশ কয়েকটি হত্যাও করেছেন। এখানেও কয়েকটি লোক ইট ভাটার চুল্লিতে পুড়িয়ে ফেললে কিছু যায় আসে না বলে হুমকি প্রদান করেন।

এ বিষয়ে এসবিএম ইটভাটা মালিক মোহাম্মদ উল্ল্যাহ আজম খান ইট ভাটার অনুমোদন নেই বলে স্বীকার করলেও সাংবাদিকদের সাথে ঘটে যাওয়া ঘটনায় শ্রমিকদের দায়ী করছেন তিনি।

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম বলেন, গজালিয়া ইউনিয়ন মোঃ আজম উল্লাহ খান এর  এসবিএম ইটভাটার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। লজিস্টিক সংকটের কারনে নিয়মিতভাবে অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়েছে। লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন বলেন, গজালিয়া ইউনিয়নের মোঃ আজম উল্লাহ খানের এসবিএম ইটভাটাটি অভিযান পরিচালনা করে  গুড়িয়ে দেওয়া হয়েছিল। শুনেছি আবারো চালু করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরে লোকজনের সাপোর্ট পেলে যেকোন মুহুর্তে আবারো অভিযান পরিচালনা করে অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.