চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ১৩ জানুয়ারী ভোর আনুমানিক ৫টার দিকে বার আউলিয়া জেএম ফিলিং স্টেশনের সামনে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ওই যুবক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় বার আউলিয়া হাইওয়ে থানা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আফসার জানান, নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা যায়নি।
নিহত ব্যক্তিকে কেউ চিনে থাকলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল অথবা বার আউলিয়া হাইওয়ে থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।