× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিক সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম:

১৩ জানুয়ারি ২০২৬, ১৭:১৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ করে ভুল বুঝতে পেরে এবং অজান্তে পদ পেয়েছেন দাবি করে দুই নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টিমির চর ইউনিয়নের নটারকান্দি বাজারে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগ করা দুই নেতা হলেন—চিলমারী উপজেলার অষ্টিমির চর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফুলমিয়া ও একই ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দিন ফকির। সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ফুলমিয়া লিখিত বক্তব্যে বলেন, আমি ২০০১ সাল থেকে এখন পর্যন্ত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিগত তিন বছর আগে এলাকার উন্নয়নের স্বার্থে এবং স্থানীয় লোকজনের চাপে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে বাধ্য হই। কিন্তু এলাকার উন্নয়নে সবার সঙ্গে যোগাযোগ থাকলেও দলীয় কার্যকলাপে আমি নিষ্ক্রিয় ছিলাম। এমতাবস্থায় আমি আমার সকল ভুল বুঝতে পেরে আমার দলীয় সব ধরনের পদপদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম এবং সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করলাম।

পদত্যাগ করা আরেক নেতা মোসলেম উদ্দিন ফকির বলেন, বিগত দিনে আমার অজান্তে আওয়ামী লীগের ইউনিয়ন কমিটিতে সদস্য হিসেবে নাম লেখা হয়। কিন্তু আমি দলের কোনো কার্যক্রমে জড়িতও নই। আমি আজ থেকে ওই পদবি থেকে অব্যাহতি নিলাম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.