× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নড়াইলে নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :

১৪ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম

ছবি: সংবাদ সারাবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২৬ উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১২ টার দিকে  লোহাগড়া সরকারি আদর্শ কলেজ মতিউর রহমান অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

 আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন  লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারি রিটার্নিং কর্মকর্তা শাম্মী কায়সার। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন ও গণভোটের মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করার জন্য সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। 

লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক পীযুষ কান্তি রায়ের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর রেহবার দারাজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম দাস প্রমুখ।

এ সময় লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক কাজী সোহেল রানা, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের দর্শন বিভাগের প্রভাষক মো. মাসুদ হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 




Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.