× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঘরের ঢেউটিন পেয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন সেই আছিয়া

মোঃ সেলিম মিয়া, ফুলবাড়ীয়া প্রতিনিধি :

১৪ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম

ছবি: সংবাদ সারাবেলা

সারা দেশে শীত যখন ঝেকে বসেছে, ঠিক তখনি এক অসহায় বিধবা মহিলার করুণ আর্তনাতের কথা তুলে ধরে ফুলবাড়িয়ার আলোচিত ‘এমপ্যাথি স্বেচ্ছাসেবী সংগঠন’। তারা তাদের ফেসবুক পেইজে আর্তনাদের একটা ছোট ভিডিও পোস্ট করা হয়। সেই পোস্ট নজরে আসে  ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ফুলবাড়ীয়া উপজেলা রাধাকানাই ইউনিয়ন পলাশতলী গ্রামে বিকালে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। সাথে নিয়ে যান ঘর করার জন্য ঢেউটিন ও শীতের কম্বল। আর এসব পেয়ে কান্নায ভেঙ্গে পরলেন ঐ বিধবা মহিলা । 

বিধবা আছিয়া খাতুন বলেন, তিন ছেলে তিন মেয়ে রেখে স্বামী অনেক দিন আগেই মারা গেছে। ছেলেদের সংসার চলে না , আমার ঘর কিভাবে করে দিব, স্যার আমি ঘরের টিন পেয়ে অনেক খুশি, আমি দোয়া করি আল্লাহ আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুল হক, এমপ্যাথি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম সাইফ, সদস্য হেলাল উদ্দিন, আহম্মদ আলী, মোহাম্মদ আলী প্রমূখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.