আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পেশাজীবি ও জনসাধারণদের নিয়ে ফেনীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম,জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। এসময় প্রার্থী ও রাজনৈতিক আচরণ বিধিমালা উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া,গণভোট বিষয়ে তথ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) একেএম ফয়সাল ও দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদুল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমের শর্মা।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দীন,ব্যাংকার্স ফোরামের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী, ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক নাজমুস সাকিব, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট পার্থ পাল চৌধুরী,জেলা শিক্ষক সমিতির সভাপতি এটিএম শামছুল হক চৌধুরী,এনজিও প্রতিনিধি ওমর ফারুক, সিনিয়র সাংবাদিক আবু তাহের,ব্যবসায়ী প্রতিনিধি জাফর উদ্দিন,ছাত্র প্রতিনিধি মুহাইমিন তাজিম ও প্রিন্স মুহাম্মদ আজিম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলেন,“অবৈধ অস্ত্র উদ্ধার ইতিমধ্যে শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তা শুরু করেছে। নির্বাচনের আগে-পরে সাতদিন পর্যন্ত তারা মাঠে কাজ করে যাবে। এ সময়টাতে আমরা রাজনৈতিক দল ও প্রার্থীদের শালীন ও সহিষ্ণু আচরণ চাই। কেউ যেন অসহিষ্ণু হয়ে না উঠে। এছাড়া ভোটের দিন সবাই যেন ভোটাধিকার নিশ্চিত করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সকল ভোটারকে কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করবো"।
জেলা পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, “ সবাইকে সবার ভোটাধিকার প্রয়োগে অনুরোধ করবো।আমরা চাই সবাই যেন ভোটকেন্দ্রে আসে। পুলিশ ভোটারের নিরাপত্তা ও ভোটকেন্দ্র স্বাভাবিক রাখতে যেন কাজ করতে পারে আমরা সে সহযোগীতা আপনাদের কাছ থেকে চাই। আপনারা সহযোগিতা করলে সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাবো।”
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
