সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে দিনব্যাপী ‘নির্বাচনী অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নরসিংদী সরকারি কলেজ হিসাব বিজ্ঞান বিভাগে তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচন সম্পর্কে সচেতন করতে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাগরিক সংগঠন ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ নরসিংদী জেলা কমিটি এই অলিম্পিয়াডের আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে ‘দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’।
নরসিংদী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ নেন। আয়োজকদের মতে, তরুণদের মাঝে নাগরিক অধিকার, ভোটাধিকারের গুরুত্ব এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক গণতন্ত্র সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদান করাই ছিল এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। পুঁথিগত বিদ্যার পাশাপাশি মাঠপর্যায়ে নির্বাচনের গুরুত্ব ও জন অংশগ্রহণের প্রয়োজনীয়তা বুঝাতে এই আয়োজন সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা ।
অলিম্পিয়াড শেষে উন্মুক্ত আলোচনায় বক্তারা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সুজন নরসিংদী জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ মুস্তাক আহমেদ ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ভবিষ্যৎ নেতৃত্ব তথা শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা ছড়িয়ে দিতে এই উদ্যোগ প্রশংসনীয়।"
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুজনের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত কুমার ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:নরসিংদী সরকারি কলেজের উপাধ্যক্ষ খাদিম হোসেন, কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার, সমন্বয়ক তৌফিক জিল্লুর রহমান।
এছাড়াও সুজন নরসিংদী জেলা কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হলধর দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক এম. ওবায়েদুল কবীর সহ কলেজের শিক্ষকবৃন্দ ও সচেতন সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এই অলিম্পিয়াডের মাধ্যমে তারা রাষ্ট্র পরিচালনা ও নাগরিক হিসেবে তাদের দায়িত্ব সম্পর্কে নতুন অনেক কিছু জানতে পেরেছেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
