× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল দরিদ্র কৃষকের বাড়িঘর ও গবাদি পশু

হৃদয় হাসান মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

১৪ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দরিদ্র কৃষকের বসতবাড়ি ও গবাদি পশু পুড়ে গেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল তালতলা ফকিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক ওমর মিয়া ওই এলাকার মৃত আব্দুস সোবহান মন্ডলের ছেলে। তার দাবি, আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে ওমর মিয়ার গোয়ালঘরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন গোয়ালঘর থেকে ছড়িয়ে পড়ে পুরো বসতবাড়িতে। এ সময় ঘরে থাকা পরিবারের সদস্যরা নিরাপদে বের হতে পারলেও বসতঘরের আসবাবপত্র এবং গোয়ালঘরে থাকা একটি গরু ও দুইটি ছাগল আগুনে পুড়ে মারা যায়।

খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দরিদ্র কৃষক ওমর মিয়ার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক ওমর মিয়া বলেন, “মঙ্গলবার রাতে খাবার খেয়ে পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রাত আনুমানিক ১১টার দিকে হঠাৎ গোয়ালঘরে আগুন লাগার খবর পেয়ে ঘুম ভেঙে যায়। দ্রুত পরিবারের সদস্যদের নিয়ে ঘর থেকে বের হতে পারলেও ঘরের নগদ টাকা, আসবাবপত্র এবং গোয়ালঘরে থাকা একটি গরু, দুইটি ছাগল ও হাঁস-মুরগি রক্ষা করা সম্ভব হয়নি। চোখের সামনেই সব পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।”

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। এতে আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.