× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুলাই হত্যাকাণ্ড ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিলের দাবি

এম.তৌহিদুল ইসলাম চট্টগ্রাম ব্যুরোঃ

১৪ জানুয়ারি ২০২৬, ১৩:০২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দিন আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা ও ২০২৪ সালের জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে তাঁর প্রার্থিতা বাতিল এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম।

গত রোববার চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, জসীম উদ্দিন আহমেদ বর্তমানে মোট ১১টি মামলার আসামি। এর মধ্যে জুলাই হত্যাকাণ্ড সংশ্লিষ্ট অন্তত তিনটি মামলা সরাসরি বিচারাধীন রয়েছে। গুরুতর ফৌজদারি মামলার আসামি হওয়া সত্ত্বেও তাঁর প্রকাশ্য নির্বাচনী তৎপরতা নির্বাচন কমিশনের আচরণবিধি এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নীতিমালার পরিপন্থী বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, অভিযুক্ত প্রার্থী নিয়মিতভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা-সমাবেশ আয়োজন, ব্যানার ও পোস্টার ব্যবহার, বিভ্রান্তিকর পরিচয় প্রচার এবং অননুমোদিত কর্মসূচির মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।

নেতারা আরও অভিযোগ করেন, সম্প্রতি তাঁর পক্ষে আয়োজিত “বৈষম্যবিরোধী ৩৬ জুলাই যোদ্ধা” ব্যানারের একটি কর্মসূচিতে কোনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত বা গেজেটভুক্ত প্রকৃত জুলাই যোদ্ধার উপস্থিতি ছিল না। এটি জুলাই শহীদদের আত্মত্যাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার শামিল এবং নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—

(১) উত্থাপিত অভিযোগসমূহের বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত,

(২) নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ,

(৩) গুরুতর ফৌজদারি মামলার প্রেক্ষিতে জসীম উদ্দিন আহমেদের প্রার্থিতা বাতিল, এবং

(৪) চট্টগ্রাম-১৪ আসনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.