× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রতীক বরাদ্দের আগেই মাঠে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে চলছে গোপন-প্রকাশ্য প্রচারণা

মাহমুদ খান, সিলেট

১৪ জানুয়ারি ২০২৬, ১৩:১৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেটের ছয়টি সংসদীয় আসনে আচরণবিধি উপেক্ষা করে চলছে প্রচার-প্রচারণা। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকলেও প্রতীক বরাদ্দের আগেই নানা কৌশলে মাঠে নেমেছেন একাধিক প্রার্থী। কেউ সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে, দোয়া মাহফিল, বর্ষ পূর্তি উদযাপন, সংবর্ধনা, শোকসভাসহ নানা ব্যানারে। আবার কেউ কেউ এসব কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে কার্যত প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর থেকে প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক প্রচার করার কোন বিধান নেই। তফসিল অনুযায়ী আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরদিন থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামতে পারবেন। তবে বাস্তবে এই বিধি মানতে দেখা যাচ্ছে না সিলেটের বেশিরভাগ প্রার্থীর ক্ষেত্রে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান মঙ্গলবার নগরীর ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং মলে জনসংযোগ করেন বলে অভিযোগ উঠেছে। একই দিন তিনি লামাবাজার জামে মসজিদে যোহরের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে সালাম বিনিময় করেন এবং এসব কার্যক্রম নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে নিয়মিত অংশ নিচ্ছেন। মঙ্গলবার তিনি নগরীর মোমিনখলা এলাকায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেন এবং একটি প্রতিষ্ঠানের বর্ষপূর্তি অনুষ্ঠানে কেক কাটেন। সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনার বিরুদ্ধেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার তিনি বিশ্বনাথ উপজেলার ভোগশাইলস্থ শাহপিন উচ্চ বিদ্যালয় মাঠে অবসরপ্রাপ্ত শিক্ষক জালাল উদ্দিন বিএসসির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁর প্রচারমূলক তৎপরতা চোখে পড়ছে। সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালেক মঙ্গলবার বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা লোকমান আহমদ সোমবার রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নে নেতা-কর্মীদের নিয়ে উঠান বৈঠক করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকার পাশাপাশি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ চালাচ্ছেন। মঙ্গলবার লালাবাজার এলাকায় তাঁর গণসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী মঙ্গলবার জৈন্তাপুর উপজেলার নিটপাট ইউনিয়নে একটি দোয়া মাহফিলে অংশ নেন। এর আগের দিনও তিনি গোয়াইনঘাট উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে প্রচারণা চালান বলে অভিযোগ উঠেছে।

সিলেট-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ প্রকাশ্য গণসংযোগ চালাচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মঙ্গলবারও তিনি গণসংযোগ করেন। এর আগে রাজাগঞ্জ এলাকায় পথসভা করেছেন। একই আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী উবায়দুল্লাহ ফারুককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমরান চৌধুরীর বিরুদ্ধেও আগাম প্রচারণার অভিযোগ রয়েছে। তিনি বিভিন্ন শোকসভা ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসবের বাইরে আরও কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্য ও গোপন প্রচারণার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনো প্রার্থী কোনো ধরনের প্রচার-প্রচারণা করতে পারবেন না।

সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ২২ জানুয়ারির আগে কেউ প্রচারণা চালাতে পারবেন না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.