× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

করিমগঞ্জে শীতকালীন সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

ইমরান হোসেন, কিশোরগঞ্জ:

১৪ জানুয়ারি ২০২৬, ১৩:২৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় রবি মৌসুমে শীতকালীন বিভিন্ন জাতের সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এ বছর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সবজির বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় ভাল ফলন ও দাম পাওয়ায় খুশি কৃষকরা। এদিকে ভাল ফলন পেতে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছেন উপজেলা কৃষি বিভাগ।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের রোপা আমনের পর সবজি চাষে সারা ফেলেছে স্থানীয় কৃষকরা। এখানকার মাটি উর্বর হওয়ায় বেড়েছে সরিষা, ফুলকপি, বাঁধাকপি, আলু ও কাচা মরিচসহ বিভিন্ন জাতের সবিজর চাষ। আবহাওয়া অনুকুলে থাকায় সবজির বাম্পার ফলন হয়েছে। এসব সবজি চাষে খরচ কম হওয়ায় লাভের আশা করছেন কৃষকরা। রোগ-বালাই পোকা-মাকড়ের আক্রমণ ও উচ্চ ফলনশীল সবজি চাষে লাভবান হওয়ায় শীতকালীন সবজি চাষে আগ্রহী হচ্ছেন এখানকার কৃষকরা। 

নিয়ামতপুর ইউনিয়নের মুড়িকান্দি গ্রামের কৃষক মো: শফিক বলেন, আমি ১৪০ শতাংশ জমিতে ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছি। এ বছর আমার বাম্পার ফলন হয়েছে। আমার প্রায় ৬০-৭০ হাজার টাকা খরচ হয়েছে। আমি প্রায় দুই লাখ টাকা বিক্রি করেছি। আরো এক থেকে দেড় লাখ টাকা বিক্রি করতে পারব।

একই ইউনিয়নের কৃষক গেন্দু মিয়াসহ আরো অনেক কৃষক বলেন, আলু, ফুলকপি, বাঁধাকপি ও সরিষা চাষ করে এ বছর বাম্পার ফলন হয়েছে। তুলনামূলকভাবে খরচ কম হওয়ায় অনেক টাকা বিক্রির আশা করছি। রোগবালাইর ব্যাপারে কৃষি অফিসার আমাদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন।

 করিমগঞ্জ উপজেলার কৃষি অফিসার অপূর্ব চন্দ্র ধর বলেন, চলতি বছরে উপজেলার ১১টি ইউনিয়নের ১ হাজার ২৩০ হেক্টর জমিতে সবজির আবাদ লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ২২৬ মেট্রিকটন। আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর সবজির বাম্পার ফলন হয়েছে। আমাদের উপ-সহকারি কৃষি কর্মকর্তারা কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে থাকেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.