ঝিনাইদহ শহরের অন্যতম ব্যস্ত এলাকা পাগলাকানাই মোড় যেখানে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহনের চলাচল। অথচ এই গুরুত্বপূর্ণ মোড়টি এখন পরিণত হয়েছে অবৈধ দখলের উন্মুক্ত প্রদর্শনীতে। সড়কের জায়গা দখল করে একের পর এক স্থায়ী ও ভ্রাম্যমাণ দোকান বসিয়ে কার্যত সংকুচিত করে ফেলা হয়েছে পুরো এলাকাটি। ফলে নিত্যদিনের যানজট ও জনভোগান্তি যেন নিয়মিত দৃশ্য।
স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যেই সরকারি জায়গা দখল করে দোকান সম্প্রসারণ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনক নীরবতা পালন করছে। সরেজমিনে দেখা গেছে, ওই মোড়ে অবস্থিত ‘রাফসান স্টোর’এর প্রোপাইটার শাহ আলম মূল পাকা দোকানের সামনের অংশে টিনের চাল দিয়ে অননুমোদিতভাবে বর্ধিত অংশ নির্মাণ করে সড়কের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন। একইভাবে ওই এলাকায় নাসির হোটেল, রশিদ হোটেল ও মামুন হোটেলসহ আরও কয়েকটি দোকান সড়কের জায়গা দখল করে টিনের চাল দিয়ে দোকানের সামনের অংশ বাড়িয়ে নিয়েছে। এতে একদিকে রাস্তার স্বাভাবিক প্রশস্ততা কমে গেছে, অন্যদিকে পথচারীদের হাঁটার জায়গাও বিলীন হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব স্থায়ী দোকানের পাশাপাশি সড়কের জায়গা দখল করে সারি সারি ভ্রাম্যমাণ ফলের দোকান, সবজির দোকানসহ নানা ধরনের অস্থায়ী দোকান বসানো হয়েছে। এসব ভ্রাম্যমাণ দোকানের কারণে রাস্তা আরও সংকুচিত হয়ে পড়েছে।
ভুক্তভোগী পথচারী শহিদুল ইসলাম বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন অফিসে যাতায়াত করি। সকাল-বিকাল সব সময়ই যানজট লেগে থাকে। দোকানগুলো রাস্তার ওপর উঠে আসায় হাঁটাচলারও জায়গা থাকে না।”
রফিকুল ইসলাম নামের একজন অটোরিকশা চালক জানান, “এই মোড়ে এসে গাড়ি প্রায়ই থেমে যায়। যাত্রী নামাতে-ওঠাতে সমস্যা হয়। কখন যে দুর্ঘটনা ঘটে বলা যায় না।”
একজন পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাঁটার জায়গা নেই। বাধ্য হয়ে গাড়ির মাঝ দিয়েই চলতে হয়। প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে চলাচল করছি।”
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি একাধিকবার পৌরসভা ও সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে দাবি তাদের।
এ বিষয়ে ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: হাফিজুর রহমান বলেন, সড়কের জায়গায় কোনো ধরনের অননুমোদিত স্থাপনা কিংবা ভ্রাম্যমাণ দোকান বসানোর সুযোগ নেই। বিষয়টি আমরা দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয় বাসিন্দা, যানবাহন চালক ও পথচারীরা দ্রুত কার্যকর উচ্ছেদ অভিযান চালিয়ে পাগলাকানাই এলাকা দখলমুক্ত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান ও নজরদারি না থাকলে শহরের গুরুত্বপূর্ণ এই এলাকায় যানজট ও জনভোগান্তি আরও ভয়াবহ আকার ধারণ করবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
