দেশে পর্যাপ্ত লবণ উৎপাদন থাকা সত্ত্বেও বিদেশ থেকে লবণ আমদানির সরকারি অনুমতির প্রতিবাদে এবং দেশীয় লবণের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে কক্সবাজারের মহেশখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ই জানুয়ারি) সকাল ১০ টার সময় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে ঢাকাস্থ মহেশখালী সমিতিন উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মহেশখালীর কৃতি সন্তান ও দেশের খ্যাতিমান বুদ্ধিজীবী ড.সলিমুল্লাহ খাঁন, কক্সবাজার-২ আসনের ২ বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ- সচিব আবুল হাশেম, কক্সবাজার চেম্বার এর সভাপতি সিআইপি আব্দু শুক্কুর, মহেশখালী সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, মহেশখালী সমিতি ঢাকা এর সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন।
মানববন্ধনে শতাধিক লবণচাষি, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, দেশে পর্যাপ্ত লবণ মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম ঘাটতি দেখিয়ে সস্তায় বিদেশি লবণ আমদানির মাধ্যমে দেশীয় শিল্পকে ধ্বংস করার অপচেষ্টা অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন। মহেশখালীবাসীর বেঁচে থাকার অন্যতম পেশা ও অর্থনৈতিক ভিত্তিকে হুমকির মুখে ফেলা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এদিকে তীব্র আন্দোলনের মুখে সরকার লবণ আমদানির সিদ্ধান্ত স্থগিত করেছে বলেও জানাগেছে।