× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লবণ আমদানির প্রতিবাদে মহেশখালী বাসীর ঢাকায় বিশাল মানববন্ধন : আমদানির সিদ্ধান্ত স্থগিত

এ.এম হোবাইব সজীব, কক্সবাজার

১৪ জানুয়ারি ২০২৬, ১৪:৫৮ পিএম

দেশে পর্যাপ্ত লবণ উৎপাদন থাকা সত্ত্বেও বিদেশ থেকে লবণ আমদানির সরকারি অনুমতির প্রতিবাদে এবং দেশীয় লবণের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে কক্সবাজারের মহেশখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (১৪ ই জানুয়ারি) সকাল ১০ টার সময় জাতীয় প্রেসক্লাবের সামনে  এ কর্মসূচির আয়োজন করে ঢাকাস্থ মহেশখালী সমিতিন উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মহেশখালীর কৃতি সন্তান ও দেশের খ্যাতিমান বুদ্ধিজীবী ড.সলিমুল্লাহ খাঁন, কক্সবাজার-২ আসনের ২ বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ- সচিব আবুল হাশেম, কক্সবাজার চেম্বার এর সভাপতি সিআইপি আব্দু শুক্কুর, মহেশখালী সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, মহেশখালী সমিতি ঢাকা এর সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন। 

মানববন্ধনে শতাধিক লবণচাষি, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ মানুষ অংশ নেন। 

বক্তারা বলেন, দেশে পর্যাপ্ত লবণ মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম ঘাটতি দেখিয়ে সস্তায় বিদেশি লবণ আমদানির মাধ্যমে দেশীয় শিল্পকে ধ্বংস করার অপচেষ্টা অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন। মহেশখালীবাসীর বেঁচে থাকার অন্যতম পেশা ও অর্থনৈতিক ভিত্তিকে হুমকির মুখে ফেলা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

এদিকে তীব্র আন্দোলনের মুখে সরকার লবণ আমদানির সিদ্ধান্ত স্থগিত করেছে বলেও জানাগেছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.