× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রামের উলিপুরের প্রতারণার মামলায় প্রতারক দম্পতির ৩ বছরের সাজা।

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম

১৪ জানুয়ারি ২০২৬, ১৫:১৫ পিএম

কুড়িগ্রামে প্রতারণার মামলায় প্রতারক দম্পতির  ৩ বছরের সাজা দিল আদালত। মামলার এজাহার সূত্রে জানা গেছে কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভার রামদাস ধনী রাম সরদার পাড়ার বাসিন্দা আব্দুর রশিদ ও আফরোজা বেগম দম্পতি সরকারি চাকরি করার সুবাদে উপজেলার স্কুল শিক্ষক আব্দুল মালেক মাষ্টার এর নিকট থেকে তার আপন জামাতা কে খাদ্য অধিদপ্তরে চাকরি নিয়ে দেবার কথা বলে ১৪ লক্ষ টাকা নিয়ে প্রতারণা করেন।

এ  অবস্থায় স্কুল শিক্ষক আব্দুল মালেক উপায় না পেয়ে গত ৯/৪/২৩ ইং তারিখে কুড়িগ্রাম আদালতে হাজির হয়ে উক্ত প্রতারক দম্পতির বিরুদ্ধে একটি প্রতারনার মামলা দায়ের করেন। যাহার মামলা নং সিআর ২৯৩/২৩ (উলি) মামলাটি দুই বছরের অধিক চলার পরে  কুড়িগ্রামের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান লাইজু মিয়া  গত ১২/১/২৬ ইং তারিখে জনাকীর্ণ আদালতে উক্ত প্রতারক দম্পতি আফরোজা বেগম কে যথাক্রমে  ৩ বছর ও আব্দুর রশিদ কে এক বছর ছয় মাসের কারাদণ্ড প্রদান করে, সেই সাথে উক্ত দম্পতিকে ৫ হাজার  টাকা অর্থ দ্বন্ডের আদেশ প্রদান করেন। বর্তমানে উক্ত প্রতারক দম্পতি জেল হাজতে রয়েছেন। আফরোজা বেগম উলিপুর উপজেলার গুনাই গাছ ইউনিয়ন পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্স এর একজন স্বাস্থ্য কর্মী হিসেবে কর্মরত রয়েছেন , তার স্বামী আব্দুর রশিদ ঢাকা ওয়াসায় এমপিও পদে কর্মরত আছেন, তাহার আইডি নং  ১৭২৯। খোঁজ নিয়ে আরো জানা গেছে, উক্ত প্রতারক দম্পতি উলিপুর উপজেলার প্রায় ৫০ টি পরিবারের নিকট হতে চাকরি দেয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন, এ বিষয়ে ইতিপূর্বেও তাদের নামে দুটি মামলা দায়ের হয়েছিল যাহাতে তারা সাজাও ভোগ করেন। মামলা টি বাদীপক্ষে পরিচালনা করেন অ্যাডভোকেট আলী  আহমেদ আতিক। 

মামলা রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.