শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এই বিশ্বাসকে ধারণ করেই দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের আলোকিত করে চলেছেন মোহাম্মদ ফরিদ মিয়া। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ফরিদ মিয়া দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে তাঁর দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে তিনি গ্রহণ করেছেন নানা ব্যতিক্রমী ও অভিনব উদ্যোগ। তাঁর পাঠদান কৌশলে রয়েছে আনন্দ, অংশগ্রহণ ও অনুপ্রেরণার সমন্বয়—যা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পাঠ্য শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেও তাঁর অবদান প্রশংসনীয়। বিদ্যালয়ের খেলাধুলা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় আয়োজন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনে তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। শিক্ষাবান্ধব ও প্রাণবন্ত পরিবেশ তৈরিতে তাঁর উদ্যোগ বিদ্যালয়কে দিয়েছে নতুন গতি।
এই সব কার্যক্রমের ইতিবাচক প্রভাব পড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার মানে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মো. ফরিদ মিয়ার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং পড়ালেখার প্রতি আগ্রহ আগের তুলনায় অনেক বেশি। স্থানীয় শিক্ষক সমাজ, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে তিনি একজন আদর্শ ও অনুকরণীয় শিক্ষক হিসেবে পরিচিত। তাঁদের মতে, মো. ফরিদ মিয়ার নেতৃত্ব, আন্তরিকতা ও শিক্ষার প্রতি দায়বদ্ধতা নতুন প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষা সংশ্লিষ্ট মহল তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, তাঁর এই স্বীকৃতি ভবিষ্যতে অন্যান্য শিক্ষকদেরও শিক্ষার মান উন্নয়নে আরও অনুপ্রাণিত করবে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে নীরবে কাজ করে যাওয়া এই শিক্ষাগুরুর সাফল্য নিঃসন্দেহে কমলগঞ্জের জন্য গর্বের—এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
নির্বাচিত শিক্ষক মোহাম্মদ ফরিদ মিয়া বলেন, ‘উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ার খবরে তিনি অভিভূত। এতে তার দায়বদ্ধতা বেড়ে গেছে। আন্তরিকতা ও নিষ্ঠার সাথে শ্রেণী পাঠে সবার দোয়া ও সহযোগিতা চান তিনি।’
তিনি বলেন,‘আমি চাই প্রতিটি ছাত্রছাত্রী কঠোর অধ্যবসায় আর শ্রম বিনিয়োগ করে সামনে এগিয়ে যাক। পরিশ্রম করলে সফলতা একদিন ধরা দিবেই। আমাদের সমাজের প্রতিটি শিক্ষার্থী যদি নিজের অবস্থান থেকে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে এবং সেই লক্ষ্যে কাজ করে, তবে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন সহজ হবে।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ান, তবে সমাজ থেকে বেকারত্ব ও অপরাধ অনেকাংশে দূর করা সম্ভব হবে। তিনি এই অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’
ঐতিহ্যবাহী কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল জানান, ‘তাঁর প্রতিষ্ঠান থেকে মোহাম্মদ ফরিদ মিয়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানের সুনাম বহুগুনে বৃদ্ধি পেয়েছে। তিনি ক্রীড়া নৈপূন্যের অধিকারী, সংস্কৃতিমনা ও বহুগুণে গুণান্বিত ব্যক্তিত্ব সম্পন্ন একজন আদর্শ শিক্ষক।’
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সামছুন্নাহার পারভীন বলেন, ‘শিক্ষক ফরিদ আহমদ খুব ভালো। সারা দেশব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর শ্রেষ্ঠ শিক্ষক মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। কমলগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফরিদ। উনার সফলতা কামনা করছি।’
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
