গণভোট-২০২৬ নিয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় আজ সোমবার (১৪ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান ।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান এবং উপজেলা নির্বাচন অফিসার সাঈফ আহমেদ নাসিম । এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন হাট-বাজারে গণভোটের গুরুত্ব, ভোটারদের সচেতনতা এবং ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা নিয়ে স্থানীয় শিল্পীরা নাটিকা ও সংগীত পরিবেশন করছেন ।
১৪ জানুয়ারি (বুধবার): চৌবাড়িয়া হাট, দেলুয়াবাড়ি বাজার, প্রসাদপুর বাজার ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার): সাবাই হাট, জোতবাজার, থানতলা বাজার ১৬ জানুয়ারি (শুক্রবার): পাঁজরভাঙ্গা বাজার, তালপাতিলা বাজার, পলাশবাড়ি বাজার ১৭ জানুয়ারি (শনিবার): সতীহাট বাজার, গোপালপুর বাজার, কালিতলা বাজার এবং প্রতিদিন সুবিধাজনক সময়ে ফেরিঘাটে ভ্রাম্যমাণ ট্রাক অবস্থান করবে । স্লোগান: “দেশের চাবি, আপনার হাতে।” সঠিক তথ্য জানুন, নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করুন।