× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীর ছাগলনাইয়ায় বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:

১৪ জানুয়ারি ২০২৬, ১৭:০৯ পিএম

‎ফেনী জেলার সীমান্তবর্তী এলাকায় স্থানীয়দের মাঝে কম্বল বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

‎বুধবার (১৪ জানুয়ারি) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ যশপুর এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে স্থানীয়দের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদানসহ প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

‎ পাশাপাশি, উক্ত কর্মসূচির অংশ হিসেবে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার যশপুর এলাকা এবং ফুলগাজী উপজেলার খেজুরিয়া, বসন্তপুর ও দেবীপুর এলাকার স্থানীয় শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

‎ফেনীস্থ বিজিবি ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশরোধসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মহামারিকালে আক্রান্ত জনসাধারণের সহায়তায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.