চাঁদপুর শহরতলীতে কাভার্ডভ্যান, সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্য রাতে শহরতলীর ওয়ারলেস মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি কাভার্ডভ্যানের সঙ্গে একটি সিএনজি ও একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হন।পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় শাহজালাল (২৪) নামের এক যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো প্রেরণ করেন। পরে রাত আনুমানিক ২টার দিকে ঢাকায় নেওয়ার পথে দাউদকান্দির কাছে পৌঁছালে তার মৃত্যু হয়।
নিহত শাহজালাল হাজীগঞ্জব উপজেলার রাজারগাঁও গ্রামের মৃত শাহ আলমের ছেলে। দুর্ঘটনায় আহত অপর দুইজন বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানান, তাদের অবস্থাও গুরুতর।
এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে পুলিশ জানায়।