রংপুরের বদরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ ব্রিগেডের দায়িত্বপূর্ন এলাকায় বদরগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মা-আরিয বিন বাশারের নেতৃত্বে বদরগঞ্জ থানার গুরুত্বপূর্ণ বাজার-লোকালয়ে মাদক, অবৈধ অস্ত্র এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়মিত টহল, মোবাইল চেকপোস্ট স্থাপন সহ জননিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন কার্যক্রম মহড়া পরিচালনার করছে।
মধুপুর ইউনিয়নের রাজারামপুর দোলাপাড়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে ক্যাম্প কমান্ডার বলেন, বদরগঞ্জের ১০ টি ইউনিয়নের মধ্যে প্রত্যন্ত এলাকাতেও নিয়মিত টহল পরিচালনা করে সাধারণ মানুষের মনে নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বিরাজমান আছে এমন বিদ্যমান ধারনা প্রদানে সেনাবাহিনী নিয়মিত কাজ করে যাচ্ছে।
ক্যাম্প কমান্ডার আরো বলেন, ইতিমধ্যে বদরগঞ্জের সকল ভোটকেন্দ্র সমুহ পরিদর্শন করে এর মধ্যে ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোর করনীয় সম্পর্কে পুলিশ ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব পালনে দিকনির্দেশনা দিয়েছেন।
ক্যাপ্টেন বাশার বলেন, সকল কেন্দ্র সমুহের তথ্য হালনাগাদ করা সহ কেন্দ্রগুলো সার্বক্ষণিক মনিটরিং এর জন্য ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে বদরগঞ্জ থানার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে যে কোন অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী সব সময় প্রস্তুত রয়েছে।