ছবি: সংবাদ সারাবেলা
চলতি মাসের ২২ জানুয়ারি আধ্যাতিক রাজধানী সিলেটে হজরত শাহজালাল (রহ:) এর মাজার জেয়ারতের মধ্যদিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান এর ওই দিনের কার্যতালিকায় মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের ঢাকা-সিলেট জাতীয় সড়কের তীরবর্তী স্থানীয় আইনপুর মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বক্তব্য রাখবেন।
দলীয় প্রধানের আগমন আর সমাবেশ ঘিরে মৌলভীবাজার বিএনপি ও ধানের শীষের সমর্থকদের উচ্ছাস-উদ্দীপনার কমতি নেই। দলের নেতারাও সমাবেশ সফলে দলীয় সভাসহ ইতিমধ্যে নানা প্রস্তুতি সম্মন্ন করছেন। সমাবেশে মৌলভীবাজারের ৪টি নির্বাচনী আসনে ধানের শীষের প্রার্থীদের তারেক রহমান পরিচয় করিয়ে দেবার কথা রয়েছে বলে বিএনপির দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর আসন্ন জনসভার সভাস্থল মাঠ ইতিমধ্যে জেলা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন এর নেতৃত্বে দলের সিনিয়র নেতারা পরিদর্শন করে এসেছেন। মৌলভীবাজার-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানও মাঠ পরিদর্শন করেছেন। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর তরফেও সভার প্রস্তুতি ও মাঠের নিরাপত্তা তদারকির অংশ হিসেবে মাঠ পরিদর্শন করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আইনপুর মাঠে তারেক রহমানে ওই জনসভায় লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতির আশা করছেন দলের দ্বায়িত্বশীল নেতারা। সমাবেশের প্যান্ডাল ও তারেক রহমান সহ দলের কেন্দ্রীয় নেতাদের জন্য স্টেজ তৈরির কাজও বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হবে। স্থাপন করা হবে বিএনপির চিকিৎসক সংগঠন ড্যাবের মেডিকেল ক্যাম্প। সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় শৃঙ্খলার দ্বায়িত্বে নিয়েজিত থাকবে শতাধিক নেতাকর্মী। প্রস্তুত থাকবে ফায়ার সার্ভিসও। জনসভার বিভিন্ন তথ্য সংগ্রহ ও তারেক রহমান এর বক্তব্য কভারে গণমাধ্যমকর্মীদের বসার সু্িবধাও নিশ্চিত করা হবে জানা গেছে।
জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন জানান, সমাবেশ সফলে আমাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে দলের অভ্যান্তরে প্রস্তুতি সভা হয়েছে। আমরা আশা করছি ওই সমাবেশে প্রায় লক্ষাধিক নেতাকর্মী সহ সাধারণ মানুষের সমাগম হবে। তিনি বলেন, আইনপুরের ওই মাঠে আমরা শুনেছি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিলেন, তবে এ সংক্রান্ত কোন তথ্য জানা নেই।
এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথম বারের মতো খলিলপুর ইউনিয়নের আইনপুর মাঠের জনসভায় আসছেন। তাঁর নির্বাচনী ওই সমাবেশ ঘিরে প্রশাসনের তরফেও নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, বিএনপি নেতাদের সাথে সমন্বয় করে মাঠ পরিদর্শন করে এসেছি। নিরাপত্তার বিষয়টি দেখতে ফের আবারও মাঠ পরিদর্শনের কথা জানিয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর সমাবেশকে নিচ্ছিদ্র নিরাপত্তার আওতায় নিয়ে আইনশৃঙ্খা বাহিনী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও সমাবেশকে কেন্দ্র ঢাকা-সিলেট সড়কে যান চলাচল চালু রাখা,ট্রাফিক সিস্টেম সহ সার্বিক নিরাপত্তা জোরদারে পুলিশের অভ্যান্তরে বিভিন্ন বৈঠক হবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
