দীর্ঘ ৪০ বছর পর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বাংলাদেশ স্কাউটস মাটিরাঙ্গা উপজেলার উদ্যোগে তিন দিনব্যাপী ‘৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ ২০২৬’।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন পূর্বক চারদিন ব্যাপী এই সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি।
উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ, বাংলাদেশ স্কাউটস, খাগড়াছড়ি জেলা কমিশনার মো. ইমাম উদ্দিন, জেলা সম্পাদক, দয়া শান্তি চাকমা, ক্যাম্পুরী চিফ, মুছা মিয়া (এএলটি),বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চল।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান বলেন, “স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। ভবিষ্যতে দক্ষ ও মানবিক নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও আশ্বস্ত করেন যে, ধর্ম-বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে এবং স্কাউটদের যেকোনো প্রয়োজনে মাটিরাঙ্গা জোন সবসময় পাশে থাকবে।
শিশু-কিশোরদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশের লক্ষ্যে আয়োজিত এই সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কাব ও স্কাউট সদস্যরা অংশগ্রহণ করছে।
চার দিনব্যাপী এই ক্যাম্পে শিক্ষার্থীদের জন্য রয়েছে বৈচিত্র্যময় আয়োজন, দক্ষতা উন্নয়ন: দড়ি বাঁধা, ফার্স্ট এইড (প্রাথমিক চিকিৎসা) প্রশিক্ষণ ও তাঁবু স্থাপন, কাব গেমস ও দলগত কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্কাউটিং বিষয়ক আলোচনা সভা।
আয়োজকরা জানান, এই সমাবেশের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব, দলগত কাজ ও আত্মনির্ভরশীলতা গড়ে তোলা। পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।
অনুষ্ঠানে, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্কাউট লিডার এবং উপজেলা স্কাউটসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
