রংপুরের বদরগঞ্জ শ্যামপুরে রেকটিফাইড স্পিরিট পান করে ৭ জনের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার ১৪ জানুয়ারি বিকেলে স্থানীয় শ্যামপুর বাজারের সড়কে মানববন্ধন ও মিছিল বের করে তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মাদক বিক্রি চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। তারা অবিলম্বে অবৈধ মদের কারখানা ও সরবরাহ চক্র বন্ধের দাবি করেন।
পুলিশ জানায়, ঘটনাটি তদন্তে একটি মামলা প্রস্তুত করা হচ্ছে এবং অভিযুক্তদের শনাক্তে অভিযান চলছে। নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তারা।