টাঙ্গাইলের মির্জাপুরে জ্ঞান ও সভ্যতার পূনর্জাগরণে যুবকদের ভূমিকা শীর্ষক বিশেষ সেমিনার হয়েছে। বুধবার দিনভর মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট টাঙ্গাইল অঞ্চল এই সেমিনারের আয়োজন করে।
প্রতিষ্ঠানের টাঙ্গাইল অঞ্চলের কো-অডিনেটর বায়োজিত খান তামিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের প্রেসিডেন্ট জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের তরুণ কৃষি বিজ্ঞানী গবেষক আশিকুর রহমান সৈকত। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী চিন্তা ও গবেষণা ইনট্রিটিউটের ব্যবস্থাপনা পরিচালক হাসান আল ফিরদাউস। সেমিনারে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।