× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা

মোহাম্মদ জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

১৫ জানুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

গণভোট–২০২৬ উপলক্ষ্যে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলায় সমাজসেবা অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড, চট্টগ্রাম।

“দেশের চাবি আপনার হাতে”—এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত সভায় গণভোটে অংশগ্রহণের গুরুত্ব, ভোটার সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফখরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন,

“দেশের চাবি আপনাদের হাতেই। আপনারা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ঘরের খেয়ে বনের মহিষ তাড়ানোর মতো করে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আপনাদের মাধ্যমেই তৃণমূল পর্যায়ে জনগণের কাছে গণভোট–২০২৬-এর বার্তা পৌঁছে দিতে চাই।”

তিনি আরও বলেন, সামাজিক সংগঠনের সদস্যদের নিজ নিজ এলাকায় জনগণকে গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে এবং গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ সূচক মতামতের গুরুত্ব সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরতে হবে। পাশাপাশি সরকার প্রদত্ত লিফলেট ও তথ্য উপকরণ জনগণের মাঝে বিতরণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।


সভায় বক্তারা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে সম্মিলিত অংশগ্রহণের কোনো বিকল্প নেই। সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণই পারে আগামীর বাংলাদেশকে আরও এগিয়ে নিতে।


পরিচয় পর্ব শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলোচ্য বিষয়ের ওপর উপস্থিত সদস্যদের মতামত আহ্বান করলে কয়েকটি সামাজিক সংগঠনের প্রতিনিধি জানান, তারা নিজ নিজ সংগঠনের উদ্যোগে গ্রামের সাধারণ মানুষের মাঝে গণভোট–২০২৬ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবেন। তবে দেশের বর্তমান প্রেক্ষাপটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট বিষয়ে মত প্রকাশ করতে গিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসনের সহায়তা কীভাবে পাওয়া যাবে—সে বিষয়ে তারা জানতে চান।


এর জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,

“সরকার কর্তৃক প্রচারিত তথ্যই আপনারা জনগণের মাঝে তুলে ধরবেন। কাউকে জোর করা যাবে না এবং কারও মতের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না। শুধু ‘হ্যাঁ’ ভোট দিলে কী হবে এবং ‘না’ ভোট দিলে কী হবে—সে বিষয়টি নিরপেক্ষভাবে উপস্থাপন করবেন। প্রয়োজনে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।”


মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেছা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা বেগম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশাসহ উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।


সভা শেষে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা গণভোট–২০২৬ সফল করতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.