শশীভূষন থানা অফিসার ইনচার্জ মোঃ ফকরুল ইসলামের সাথে শশীভূষণ প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৯ টায় শশীভূষণ থানায় ওসির অফিসিয়াল কক্ষে এই আলোচনায় সাংবাদিকরা মিলিত হন।
আলোচনায় ওসি বলেন আমরা সবাই মিলে মিশে সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করার চেষ্টা করব। কোন বিষয়ে আমাকে অবগত করানোর প্রয়োজন মনে করলে অবশ্যই জানাবেন। আর আমিও আপনাদেরকে জানাবো। আমরা কেউ কারোর প্রতিপক্ষ নয।
সমাজে মদ, জুয়া, বাল্যবিবাহ ও পরকিয়া প্রেমের দৌরাত্ম বেড়েই চলেছে।
এর প্রতিরোধ আমাদেরকেই করতে হবে। তাই এগুলোর প্রতি আপনাদের লেখনি যেন চলমান থাকে।
এ সময় উপস্থিত ছিলেন শশীভূষণ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল, শশীভূষণ প্রেসক্লাব'র প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি খুরশীদ আলম ,সহ সভাপতি আনোয়ার হোসেন,এ আর রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক বাসেদ মৃধা, প্রচার সম্পাদক এইচ এম নোমান, দপ্তর সম্পাদক ইসরাফিল নাঈম, কামরুল ইসলাম প্রমূখ।