× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিক্ষা ও আদর্শের দীপ্ত অধ্যায় : বর্ণাঢ্য শিক্ষক জীবনের গৌরবময় সমাপ্তি

মোহাম্মদ জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

১৫ জানুয়ারি ২০২৬, ১৩:১০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের শতবর্ষী ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জাফর নগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষা পরিবারের জন্য বুধবার (১৪ জানুয়ারি) ছিল এক আবেগঘন ও স্মরণীয় দিন। সুদীর্ঘ ৩১ বছর নিষ্ঠা, সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রশাসন) বাবু বিভাষ চক্রবর্তী।

একজন আদর্শ শিক্ষক হিসেবে শ্রেণিকক্ষের পাঠদান থেকে শুরু করে প্রশাসনিক দায়িত্ব—সব ক্ষেত্রেই তিনি ছিলেন অত্যন্ত দায়িত্বশীল, নিষ্ঠাবান ও দূরদর্শী। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে তাঁর ভূমিকা ছিল অনন্য ও প্রশংসনীয়। পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে তাঁর সুদক্ষ নেতৃত্ব ও দায়িত্বশীলতা প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রযাত্রাকে করেছে আরও সুদৃঢ়।

শিক্ষকতা তাঁর কাছে কেবল একটি পেশা নয়, বরং ছিল একটি মহান ব্রত। সহকর্মীদের কাছে তিনি ছিলেন অভিভাবকসুলভ পথপ্রদর্শক এবং শিক্ষার্থীদের কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল বাতিঘর। শিক্ষা ও প্রশাসনে তাঁর অবদান জাফর নগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তাঁর আদর্শ, নেতৃত্ব ও কর্মনিষ্ঠা আগামী প্রজন্মের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে। অবসর জীবনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং শান্তিময় ও সফল ভবিষ্যৎ কামনা করছে বিদ্যালয় পরিবারসহ এলাকাবাসী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.