× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে বেপরোয়া কাভারভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু

মোহাম্মদ জাম‌শেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

১৫ জানুয়ারি ২০২৬, ১৩:৪৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির একটি কাভারভ্যানের ধাক্কায় মো. আবু তাহের (৫২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল (বিএম ডিপো)'র পশ্চিম পাশে ঢাকামুখী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের মিরসরাই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের বেলা রাস্তা পারাপারের সময় ঢাকামুখী একটি কাভারভ্যান (ঢাকা মে‌ট্রো-ট-২৪-৪০৯৪)দ্রুত ও বেপরোয়া গতিতে এসে আবু তাহেরকে স্বজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার পর চালক ঘাতক কাভারভ্যানটি ঘটনাস্থলেই ফেলে রেখে পা‌লি‌য়ে যায়। খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন করে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ে‌ছে এবং পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের এই অংশে বেপরোয়া গতির ভারী যানবাহনের চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুতগতির যান নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.